মনজু চৌধুরী: মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে দিনরাত নিরলসভাবে কাজ করছেন। তাঁর যোগ্য নেতৃত্বের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। আমাদের সবাইকে তাই প্রধানমন্ত্রীর প্রতিটি দিক-নির্দেশনা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরের শহরের মহিলা সংস্থা হলরুমে দরিদ্র-অসহায় ও খেটেখাওয়া মানুষদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  উপহারস্বরুপ ঈদবস্ত্র বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বৈশ্বিক করোনা মহামারিতে দেশের সাধারণ মানুষের কথা ভাবেন বলেই আসন্ন রমজান উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারা কম টাকায় নিত্য প্রযোজনীয় জিনিস কিনে খেতে পারে এজন্য  ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি করা হয়েছে।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *