প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২
মনজু চৌধুরী॥ “বিনা খরচে নিন আইনি সহয়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন হয়ে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান প্রমূখ। ২০২২ সালের সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন এ্যাডভোকেট সুরাইয়া খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জজশিপের বিচারকগণ, জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাগণসহ জেলা লিগ্যাড এইড কমিটির সদস্যরা।
আলোচনা সভায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech