জুড়ী সীমান্তে বিএসএফ গুলি করে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২

জুড়ী সীমান্তে বিএসএফ গুলি করে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে

 স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলাই উনিয়নের বটুলী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছে। বৃহস্পতিবার ২৮ এপ্রিল ভোরে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গনমাধ্যমসহ স্থানীয়রা নিশ্চিত করেছেন। আহত ব্যক্তি উপজেলার ফুলতলাই উনিয়নের মধ্য বটুলী গ্রামের আলীর ছেলে সেফুল মিয়া (৪০)।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নেরমধ্য বটুলী গ্রামের সমসের আলীর ছেলে সেফুল মিয়াসহ বেশ কয়েকজন বৃহস্পতিবার রাতে গরু আনতে ভারতীয় সীমান্তের কাঁটা তারের কাছাকাছি যায়। গরু আনতে কাঁটা তারের বেড়া কাটার সময় ভোর রাতে তাদের উপর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এসময় বিএসএফের গুলিতে সেফুল মিয়া আহত হন। সেফুল মিয়ার সঙ্গীরা তাকে সীমান্তে ফেলে রেখে বাংলাদেশে পালিয়ে আসে। সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সেফুল মিয়াকে আটক করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে আটক করে ধর্মনগর থানা পুলিশের কাছে বিএসএফ হস্তান্তর করে। বর্তমানে সেফুল মিয়া পুলিশি হেফাজতে ধর্মনগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজগফুর মারুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ ইতিপূর্বে বেশ কয়েক বার বিজিবির মাধ্যমে সতর্ক করেছিল। পরে বাধ্য হয়ে গুলি করেছে। রাতে তাকে মৃত ভেবে ফেলে যায়, সকালে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করে।এ ব্যাপারে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলী গ্রামের সেফুল মিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হওয়ার খবর পেয়েছি।ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের এর গুলিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের এক জন আহত হওয়ার খবর জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী নিশ্চিত করেছেন।এ ব্যাপারে জানতে জুড়ী ফুলতলা বিজিবি ক্যাম্প কমান্ডারের (০১৭৬৯৬১৩৫৭৩) মোবাইল ফোনে বারবার যোগাযোগকরার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ