মনজু চৌধুরী॥ “গতিসীমা মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হচ্ছে “সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২২” পালিত হয়েছে।
২৮ এপ্রিল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা পুলিশ ও জেলা ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল রোডে ভৈরববাজার ট্রাফিক চেকপোস্টে ট্রাফিক আইন ও ট্রাফিক সিগনাল সম্পর্কে সাধারণ যাত্রী ও চালকদের উদ্দেশ্যে বিশেষ কাউন্সিলিং প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ হাসান নাসের রিকাবদার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ জিয়াউর রহমান, টিআই প্রশাসন মোহাম্মদ মাহফুজ আলম ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *