মনজ চৌধুরী॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল এর পক্ষ থেকে গরীব অসহায় ১৫০ টি পরিবারের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২৭ রামাদ্বান ২৯ এপ্রিল শুক্রবার মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাশিনাথ রোডস্থ আব্দুল জলিল এর হাফিজা মন্জিল বাস ভবনে বিকেল ৪ ঘটিকায় ঈদুল ফিতর খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে দৈনিক সংগ্রাম পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি আজাদুর রহমান এর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মামুনুর রশিদ মামুন এর সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রকির সাবু, জেলা বিএনপি’র সহ- সম্পাদক মুহিতুর রহমান হেলাল, মৌলভীবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, এ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ প্রমুখ।
এর আগে টাউন দেওয়ানী মসজিদ এর খতিব হয়রত মাওলানা আকিল উদ্দিন দেশ ও বিদেশের সকলের জন্য দোয়া করেন।
