ডায়াল সিলেট ডেস্ক:: ঈদুল ফিতর উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে সিলেটের তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কাস্টমসের উপ-কমিশনার (স্থল শুল্ক স্টেশন) শাহেদ আরেফিন জাহেদি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক সব কার্যক্রম ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত মোট আটদিন বন্ধ থাকবে। ৭ মে থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হবে।
কাস্টমসের উপ-কমিশনার (স্থল শুল্ক স্টেশন) শাহেদ আরেফিন জাহেদি বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন তারা ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। ব্যবসায়ীরা কার্যক্রম না চালালে আমাদেরও কোনো কাজ থাকছে না। তবে সরকারিভাবে আমাদের তামাবিল স্থলবন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম খোলা ছিল।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *