ডায়াল সিলেট ডেস্ক ॥  গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল জি,এস,সি, ইউ কে এর অর্থায়নে মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩০ এপ্রিল শনিবার মোলভীবাজার সদর তৈয়বনগর বাউরঘড়িয়া ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জিএসসি ইউকের মৌলভীবাজার শাখার সভাপতি ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দ জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সাবেক জি এস সি ইউ কে  চেয়ারম্যান নুুরুল ইসলাম মাহবুব, জি এস সি ইউ কের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান।

এছাড়া উপস্থিত ছিলেন সদর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক  সৈয়দ নওশের আলী খোকন, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদসহ অন্যান্যরা।

প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *