প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মে ২, ২০২২
মনজু চৌধুরী॥ মৌলভীবাজারের সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রিড়া সংগঠন দূর্জয় ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১মে রবিবার দূর্জয় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবাদকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাকবীর হোসাইনের সঞ্চালনায় শহরের ওয়েস্টার্ন এন্ড চাইনিজ রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ডাঃ ছাদিক আহমদ, লেখক ও ব্যাংকার ড. মোঃ আবু তাহের , মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা সৈয়দ নওশের আলী খোকন, বাংলাদেশ কৃষক লীগ ও মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ সভাপতি রুহেল আহমদ চৌধুরী, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাওলানা মকবুল হোসেন প্রমুখ।
এছাড়া ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক স.ই সরকার জবলু, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক নওশাদ আহমদ, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, মানবাধিকার কমিশনের আইনবিষক সম্পাদক এড.কামাল হোসেন চৌধুরী, সিনিয়র আইনজীবী আব্দুল আলিম, দূর্জয় ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ সামাদ, সহ সভাপতি কামরুল আহসান, যুগ্ন সম্পাদক কাজী কাওসার আহমেদ, দপ্তর সম্পাদক হাবিব আহমদ, কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক রুমেন আহমদ, সমাজ সংগঠক মিনহাজ আহমদ মুন্না সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও দূর্জয় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ প্রায় শতাধিক ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে অতিথিরা আলোচনা সভায় দূর্জয় ক্লাবের বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে সংগঠনের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ সহ সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সমাজ ও মানবকল্যাণে অতীতের ন্যায় ভবিষ্যতেও তাদের মহতি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার আহ্বান জানান।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech