মনজু চৌধুরী॥ রাস্তায় মেয়েদের উত্যক্ত করায় মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা পয়েন্টে রিপন দেব নামে চা-পানের দোকানদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন কতৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মেয়েদের উত্যক্তকারী উক্ত ব্যক্তিকে ১৮৬০ দন্ডবিধি এর ৫০৯ নম্বর ধারায় ১ মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।উল্লেখ্য চৌমুহনা পয়েন্ট থেকে কোর্ট রোডগামী পিকে ফার্মেসির পাশে চা-পানের দোকানদার রিপন দেব প্রায়ই রাস্তায় চলাচলকারী মেয়েদের নানাভাবেউত্যক্ত করতো।
৩০ এপ্রিল শনিবার এনসিটিএফের দুইজন মেয়ে সদস্যকে সন্ধ্যার দিকে একা পেয়ে নানান আজেবাজে কথাসহ বিভিন্নভাবে উত্যক্ত করেওই ব্যাক্তি।মেয়েদুইজন প্রতিবাদ করতে গেলে ওই দোকানদার উল্টো তাদের শাসায়।পরে তারা এনসিটিএফেরজেলা ভলান্টিয়ার সমরিতা পাল ঐশিকে বিষয়টি জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনকে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন বিষয়টি দেখবেন। পরে ১ মে রবিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনমেয়েদের উত্যক্তকারী রিপন দেবকে ১ মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
