প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, মে ৪, ২০২২
ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়া সাংবাদিক বোরিয়া মজুমদারকে দুই বছরের জন্য ভারতীয় ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
এই নিষেধাজ্ঞার ফলে আগামী দুই বছর ভারতীয় ক্রিকেটের সংবাদ সংগ্রহ করতে পারবেন না বোরিয়া। এই সময়ের মাঝে ভারতের কোন সিরিজে তাকে প্রেস অ্যাক্রেডিটেশন দেওয়া হবে না। এছাড়াও বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিভুক্ত কোন খেলোয়াড়ের সাক্ষাৎকারও নিতে পারবেন না তিনি।
ঋদ্ধিমান সাহা গত ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ পড়েন। তার সাক্ষাৎকার নেওয়ার জন্য তখন হোয়াটসঅ্যাপে তাকে কল করেন বোরিয়া। কলে তাকে না পেয়ে ক্ষুদ্ধ হন তিনি। ঋদ্ধিমান সাহার ফোনের উত্তর না করাটাকে অপমানজনক মনে করে এরপর বিষয়টি ‘মনে রাখবেন’ বলে হোয়াটসঅ্যাপ বার্তায় ‘হুমকি’ দেন সেই সাংবাদিক।
১৯ ফেব্রুয়ারি এই টুইটে ঋদ্ধিমান সাহা হোয়াটসঅ্যাপ বার্তাগুলোর স্ক্রিনশট সবার সামনে নিয়ে আসেন। আর ক্যাপশনে লিখেন, ‘ভারতীয় ক্রিকেটে আমার সব অবদানের পর একজন তথাকথিত ‘সম্মানিত’ সাংবাদিকের কাছ থেকে এই প্রতিদান পেলাম!’
বোরিয়া মজুমদার অবশ্য পরবর্তীতে সাহার বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নকল স্ক্রিনশট ছড়ানোর’ দায়ে মানহানির মামলা করবেন বলে জানিয়েছিলেন। বিসিসিআইয়ের নতুন এই নিষেধাজ্ঞার ব্যাপারে এখনো মুখ খোলেননি তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech