প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে বিদ্যুৎয়ের তারে পড়ে আহত এক তরুণী

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মে ৭, ২০২২

প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে  বিদ্যুৎয়ের তারে পড়ে আহত এক তরুণী

মনজু চৌধুরী: জুড়ী থেকে কুলাউড়ায় প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে টিলার নিচে বিদ্যুৎয়ের তারে পড়ে আহত এক তরুণী। ঝলসে গেছে বুক পেট।
হাসপাতালের জরুরী বিভাগে মুমুর্ষ অবস্থায় ওই তরুণী জানান, এক সপ্তাহ আগে জীবন নামের একটি ছেলের সাথে মুঠোফোনে পরিচয় হয় তাঁর। ঈদের আগে জুড়ী থেকে কুলাউড়া শহরে গিয়ে জীবনের সাথে দেখা করেন। ৭ মে শনিবার দুপুরে খালাতো বোনের সাথে আবার জুড়ী থেকে সিএনজিচালিত অটোরিকশা করে কুলাউড়ার জয়চণ্ডী এলাকায় জীবনের সাথে দেখা করতে যান। জীবনের সাথে আরেকটি ছেলে ছিলো। জীবন ও তাঁর সাথে থাকা ছেলেটি তাদেরকে স্থানীয় গাজীর মোকাম নামে পরিচিত একটি মাজারে নিয়ে যান। মাজারটি টিলার ওপর অবস্থিত। এরপর কিভাবে কি হলো নিজে বলতে পারেন নি।

 

0Shares