স্পোর্টস ডেস্ক :: দুই মাস আগেই ইন্দোনেশিয়ার জালে সাতবার বল জড়িয়েছিল বাংলাদেশ। এবার অবশ্য অমন গোল উৎসব করতে পারেনি ইমান গোবিনাথানের দল। তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় জয় দিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্বে শুরু করল বাংলাদেশ হকি দল।
থাইল্যান্ডের ব্যাংককে ‘বি’ পুলের নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে শনিবার সকালে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের সবকটি গোলই হয়েছে ফিল্ড গোল থেকে।
সকাল ৯টা শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ লিড নেয় ম্যাচের প্রথম কোয়ার্টারেই। ৯ মিনিটে পিসি থেকে গোল করেন সারোয়ার হোসেন। প্রথমার্ধের ২৩ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন পুস্কর খিসা মিমো।
বিরতির পর ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আন্দ্রেয়া সান্দ্রেয়া বাংলাদেশকে একটি গোল ফিরিয় দেন। জমে ওঠে ম্যাচ। পরের মিনিটেই অবশ্য ইন্দোনেশিয়ার ফেরার স্বপ্ন গুঁড়িয়ে দেন বাড়ান ফজলে রাব্বী। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
গোল না পেলেও দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু। আগামী মঙ্গলবার গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *