পুলিশকে বাসচাপা দেওয়া সেই চালক ময়মনসিংহে গ্রেফতার

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মে ৯, ২০২২

পুলিশকে বাসচাপা দেওয়া সেই চালক ময়মনসিংহে গ্রেফতার

মনজু চৌধুরী॥ শেরপুর গোলচত্বর এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দিয়েছিল একটি বাস। এতে এক পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় বাসটির চালক মো. রহিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার ৮ মে বিকেলে জেলার সদর উপজেলার রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ।
গ্রেফতার রহিম উদ্দিনকে রাতে মৌলভীবাজারে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
এর আগে রোববার গভীর রাতে শেরপুর গোলচত্বরে সিলেট-ঢাকা মহাসড়কে জালালাবাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে রাকিব আলী নামের একটি পুলিশ সদস্য নিহত হন। আহত অপর দুজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৫ ও ১০৫ ধারায় মৌলভীবাজার সদর থানায় মামলা করেছে পুলিশ।

0Shares