সন্ত্রাসী হামলায় বৃদ্বা নারীসহ আহত ২

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২২

সন্ত্রাসী হামলায় বৃদ্বা নারীসহ আহত ২

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় দুই নারী  গুরুতর আহত হয়েছেন।  বুধবার ১৮ মে  সকাল অনুমান ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনু মুখ ইউনিয়নের  শ্রীধরপুর  এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, এলাকার মৃত তাহিদ উল্লার স্ত্রী আবেদা খাতুন(৭০) ও তার মেয়ে রাজনা বেগম(২৭)। বৃদ্বা আবেদা খাতুন(৭০) এর অবস্থা খারাপ থাকায় তিনি বর্তমানে মৌলভীবাজার  ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা জানান, ভূমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জেরে এলাকার ফিরোজ মিয়ার বখাটে পুত্র শরিফ মিয়া গংরা মিলে   মৃত তাহিদ উল্লার স্ত্রী আবেদা খাতুন (৭০) কে এলোপাতাড়ি মারপিট এর এক পর্যায়ে দা দিয়ে ডান হাতের কব্জির নিচে কুপ মারলে সেখানে কাটা রক্তাক্ত জখম হয়। আবেদা খাতুনকে রক্ষায় এগিয়ে আসেন তার ছোট মেয়ে রাজনা বেগম(২৭) তাকেও এলোপাতাড়ি মারধর করলে তিনিও আহত হন। গৃহ নির্মানের জন্য রক্ষিত নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আপন নানি এবং খালাকে পিঠিয়ে আহত ও রক্তাক্ত জখমের ঘটনায়  শরিফ মিয়ার বিরুদ্বে এলাকায় নিন্দার ঝড়। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় ফিরোজ মিয়ার বখাটে পুত্র  শরিফ মিয়াগংদের বিরুদ্ধে  একটি লিখিত অভিযোগ দায়ের করেন আহত রাজনা বেগম। এব্যপারে শরিফ মিয়ার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

0Shares