মহিলা ক্রীড়া সংস্থায় প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২২

মহিলা ক্রীড়া সংস্থায় প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

স্পোর্টস ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়ামোদী। ক্রীড়াবিদ, সংগঠকদের দুঃসময়ে পাশে দাড়ানোর পাশাপাশি ক্রীড়াঙ্গনে উন্নয়নে রাখেন বড় ভূমিকা। মহিলা ক্রীড়া সংস্থাকে প্রধানমন্ত্রী ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই চেক আজ বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনির কাছে হস্তান্তর করেন।
চেক হস্তান্তর কালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য আজ একটি অবিস্মরণীয় দিন। আমাদের নারী ও ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী দেশের নারী ক্রীড়াবিদদের উন্নয়নে ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করেছেন।’
মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহবুব আরা গিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর এই অর্থ অবকাঠামো খাতে ব্যয় করতে পারব না। খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ খাতে এই অর্থ ব্যয় হবে।’ প্রধানমন্ত্রীর এই অনুদান ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা হবে। আমানতের বিপরীতে লভ্যাংশ দিয়ে কার্যক্রম পরিচালনা করবে মহিলা ক্রীড়া সংস্থা।
চেক হস্তান্তর শেষে বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে নারী দলের অংশগ্রহণ বৃদ্ধি ও নারী ক্রীড়াবিদদের সার্বিক উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অনেক নারী ক্রীড়াবিদ ও সংগঠক ক্রীড়াঙ্গনে নারীদের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বিশেষ করে সবাই ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা বৃদ্ধির ব্যাপারে আলাপ করেন। অনেকে ফেডারেশনগুলোতে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর প্রস্তাব দেন। নারী দলের সঙ্গে নারী কোচও বাড়ানো প্রয়োজন বলে আলোচনা হয়। বিয়ের পর নারী ক্রীড়াবিদরা যেন হারিয়ে না যান সেই বিষয়েও আলোকপাত করেন অনেকে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সবার মতামত গুরুত্ব সহকারে শুনে তার বক্তব্যে বলেন, ‘আমরা প্রতিটি মতামত লিপিবদ্ধ করেছি। বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে আরো সভা করব। নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ নেব।’
বিভিন্ন ফেডারেশনের সভাপতিরা সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিটি ফেডারেশনের সভাপতি ১০-২০ জন খেলোয়াড়ের কর্মসংস্থান করতে সক্ষম। সাধারণ সম্পাদকদের অনুরোধ করছি স্ব স্ব ফেডারেশনের সভাপতিকে এই বিষয়ে সহায়তা করার জন্য। প্রয়োজনে আমিও বলব।’
সভায় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares