মনজু চৌধুরী॥ মৌলভীবাজার সদর ১২ নং গিয়াসনগর প্রেমনগর চা বাগানের দুই জন চা শ্রমিকদের উপর হামলা করা হয়েছে।
এঘটনাটি ঘটেছে ৩০ মে সোমবার সন্ধ্যায় ১২ নং গিয়াসনগর ইউনিয়ন মোকাম বাজার এ নিতেশ্বর গ্রামের ফারুক মিয়ার ছেলে ইমরান মোকামবাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারী পালিয়ে যায়।
স্থানীয়ভাবে জানা যায় বড় ভাই কে মারার চেষ্টা করলে তার ছোট ভাই এসে বাধা দিলে ইমরান তাদের উপরের লাঠিসোটা নিয়ে হামলা চালায়। গুরুত্বর আহত বিমল ও কমলকে হামলাপরে খবর পেয়ে ৭ নম্বর ওয়াডেঁর মেম্বার কয়েছ আহমদ পরে তাদের উদ্ধার করে প্রাথমিক মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মৌলভীবাজার সদর প্রেমনগর চা বাগানের চা শ্রমিক বিমল পাত্র এবং কমল পাত্র। সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত বিমল ও কমলকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে দেখতে ৭ নম্বর ওয়াডেঁর মেম্বার কয়েছ আহমদ খোজ-খবর নেন। পরে আহতের পরিবারের সাথে মোবাইল যোগাযোগ করে চিকিৎসার খোজ-খবর নেন ১২ নং গিয়াসনগর ইউনিয়ন চেয়ারম্যান। হামলার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের কার্যকরি পদক্ষেপ কামনা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান একজনকে গ্রেফতার করা হয়েছে। মৌলভীবাজার আদালতে মামলা করার হয়েছে ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *