প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২
ডায়াল সিলেট ডেস্ক :: বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজের কার্ডিওলোজি বিভাগের উদ্যোগে গণসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পার্কভিউ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কার্ডিওলোজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. দিলীপ কুমার ভৌমিক।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. দিলীপ কুমার ভৌমিক বলেন, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা আমাদের হৃদপিন্ডে ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই সুস্থ থাকতে হৃদপিন্ড ও মন ভালো রাখতে হবে। দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে হৃদপিন্ডকে সুস্থ রাখতে হলে আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ ও অক্লান্ত পরিশ্রম, ভয়ানক দুশ্চিন্তা এবং হতাশা আমাদের হৃদপিন্ডকে ধ্বংসের দিকে ধাবিত করে। এ ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্কভিউ মেডিকেল কলেজের পরিচালক প্রফেসর ডা. এম এ সালাম। কর্পোরেট স্পিকার হিসেবে বক্তব্য দেন অপসনিন ফার্মা লিমিটেডের প্রডাক্ট এক্সিকিউটিভ মোহাম্মদ আরিফুল ইসলাম কাজী। আলোচনা সভায় মডারেটর হিসেবে ভূমিকা রাখেন ডা. মুরাদ হোসেন। আলোচনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পার্কভিউ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাকির আহমদ শাহিন। আলোচনা সভায় কলেজের কার্ডিওলোজি বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় কি নোট স্পিকারের বক্তব্যে পার্কভিউ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কার্ডিওলোজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, হার্টকে সুস্থ রাখা আমাদের জন্য অতীব জরুরি। কয়েকটি নিয়ম মেনে চলতে পারলেই হার্টের যাবতীয় সমস্যা থেকে বাঁচতে পারি। নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, উচ্চরক্তচাপ, কোলেস্টেরল ও অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে সমস্যার উত্তরণ সম্ভব। ধূমপান থেকেও বিরত থাকা আমাদের জন্য কর্তব্য।
এর আগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ মেডিকেল কলেজ থেকে সকাল ১১টায় একটি গণসচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech