প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কয়েক কোটি গ্রাহক আছে এই প্ল্যাটফর্মটিতে। তবে অনেকেই আছেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও অন্যদের নিজেদের ফোন নম্বর জানাতে চান না। এজন্য ব্যক্তিগত নম্বরের বদলে অন্য নম্বর নিতে বাধ্য হন।
তবে এখন চাইলেই ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য ভার্চুয়াল নম্বরের প্রয়োজন হবে। ভার্চুয়াল নম্বরের মাধ্যমে অন্যদের নিজেদের ব্যক্তিগত নম্বর না জানিয়েও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। চলুন দেখে নেওয়া যাক উপায়-
>> এজন্য প্রথমেই প্লে স্টোর থেকে বিনামূল্যে ‘টেক্সট নাও’ অ্যাপ ডাউনলোড করে নিন।
>> এরপর ‘টেক্সট নাও’ অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে লগইন করুন।
>> সেখানে ইউএস এবং কানাডায় চলে এমন পাঁচটি বিনামূল্য নম্বরের একটি তালিকা পাওয়া যাবে।
>> যে কেউ নিজেদের পছন্দের নম্বর বেছে নিতে পারবেন। সেই ভার্চুয়াল নম্বরের মাধ্যমে ইন্টারনেট কল করা যাবে এবং মেসেজও করা যাবে।
>> এরপর হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশন করার সময় নিজেদের পছন্দ করা ভার্চুয়াল নম্বর যুক্ত করে দিতে হবে।
>> এরপর দেশের কোড হিসাবে ইউএস এবং কানাডার কোড দিতে হবে। এই সময় মাথায় রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডে ‘টেক্সট নাও’ অ্যাপ চালু রাখতে হবে।
>> সেই ভার্চুয়াল নম্বরে সিকিউরিটি ওটিপির মেসেজ দেওয়া হবে না।
>> এরপর ওটিপির সময় শেষ হয়ে যাওয়ার পরে কল মি বাটনে ক্লিক করতে হবে।
>> এরপর টেক্সট নাও অ্যাপে একটি মিসড কল আসবে। এই অ্যাপে থাকা ভয়েসমেলে একটি নতুন মেসেজ পপআপ আসবে।
>> সেটি আসলে একটি অডিও মেসেজ। হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোড জানার জন্য সেটি শুনতে হবে।
>> সেই কোড হোয়াটসঅ্যাপে এন্টার করলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech