বড়লেখায় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২

বড়লেখায় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গণসচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সহযোগিতা করেছে সিএনআরএস সূচনা কর্মসূচি।
বুধবার বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলার সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুবউন্নয়ন কর্মকর্তা মিছবাউর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সিএনআরএস সূচনা কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মোবারক হোসেন চৌধুরী, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

0Shares