ডায়ালসিলেট রিপোর্ট :: সিলেটে আয়োজিত বিএনপির সমাবেশ অনু্ষ্টিত সরকারি আলিয়া মাদ্রাসা ও এর আশপাশের এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে বিপাকে পড়েছে সমাবেশে নিউজ কাভার করতে আসা সাংবাদিকরা।
সিলেটের আলীয়া মাদরাসা ময়দানে সকাল ১১ টা থেকে শুরু হয় বিএনপি’র বিভাগীয় সমাবেশ। ইতিমধ্যে সমাবেশস্থলে এসেউপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। মাঠ সহ আশপাশ এলাকাজুড়ে রয়েছে নেতাকর্মীদের অবস্থান।
এদিকে সকাল সাড়ে ১১টার পর থেকে সমাবেশস্থল ও তার আশপাশ এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া যায়নি। এ কারণে সমস্যায় পড়েছেন সাংবাদিকরা। তারা জানিয়েছেন- কোনো মোবাইল সেবাই ইন্টানেট সংযোগ পাচ্ছে না।
এর আগে গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের আলীয়া মাঠ সহ আশপাশ এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া যায়নি।
বিএনপি নেতৃবৃন্দরা বলছেন, এটি আওয়ামীলীগ বাকশালী সরকারের ষড়যন্ত্র। আজ জনগন গণতন্ত্র পুনরুদ্ধারে একটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। আজকের সমাবেশে প্রমান করে দেয় বাকশালী, দুর্নীতিবাজ সরকার জনগণ প্রত্যাখ্যান করেছে।