সোহেল আহমদ :: নানা জল্পনা-কল্পনা শেষে সিলেট হযরত শাহজালাল (র:) পূন্যভূমি সিলেটে হতে যাচ্ছে সিলেট বিভাগীয় মহাসমাবেশ। প্রতিবারের স্যায় এবার ব্যতিক্রম রাজনীতি ধারা। তবে এবার সিলেটে ইতিহাস গড়তে যাচ্ছে সিলেট বিএনপি’র মহাসমাবেশ।
এরকম লোকসমাগম কখনও সিলেটবাসী দেখেনি আগে। ২দিন আগ থেকে সিলেটের বিভিন্ন অঞ্চলথেকে আসা নেতাকর্মীরা এসে সমবেত হচ্ছেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। এবার কি জাতীয়তাবাদী দল বিএনপি ভিন্ন পদ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যার প্রমান বিভিন্ন জেলার মতো এবার সিলেটেও লাখো লাখো মানুষের সমাগমে মুখরিত আলিয়া মাদ্রাসা মাঠ। এ কারণে চিন্তিত বর্তমান ক্ষমতাসীন সরকারি দল আওয়ামীলীগ?
তবে এ সমাবেশকে বানচাল করতে বিভিন্ন দল চেষ্টা চালালেও পরিশেষে ব্যর্থ হন। সর্বশেষ সিলেটে আগেরদিন থেকে ‘ব্যতিক্রম’ ধর্মঘট পালন করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। একটি পক্ষ থেকে নয়, একাধিক পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এতে জড়িত রয়েছে পরিবহন সংশ্লিষ্ট অন্তত ৫টি সংগঠন। বিভাগের ৪টি জেলায় আলাদা আলাদাভাবে ধর্মঘট পালন করা হচ্ছে। গতকাল সিলেট জেলায় কোনো ধর্মঘট আহ্বান করা হয়নি। তবে, আজ শনিবার সকাল থেকে সিলেট জেলায় পাল্টাপাল্টি ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
তবে, শুক্রবার ধর্মঘট না থাকলেও অপর ৩ জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে ধর্মঘট আহ্বান করায় সিলেট জেলাতেও ‘অঘোষিত’ ধর্মঘট পালন হয়েছে। রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। প্রাইভেট যানবাহন ছাড়া গণপরিবহন দেখা গেছে খুবই কম। ফলে রাস্তাঘাটও ছিল অনেকটা ফাঁকা।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল ইসলাম জানান, সিলেটে কোনো ধর্মঘট ছিল না। কিন্তু মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে সকাল থেকে স্থানীয়ভাবে ডাকা ধর্মঘট শুরু হয়েছে। আর ধর্মঘট আহ্বান করে মালিক শ্রমিক নেতারা রাস্তায় অবস্থান নিয়েছেন। এতে দূরপাল্লার কোনো যানবাহন সিলেট শহরে প্রবেশ করতে পারছে না।
এদিকে, পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ সকাল থেকে সিলেট জেলায় ধর্মঘট শুরু হবে। আর ধর্মঘট পালন করতে পরিবহন শ্রমিক নেতারা রাস্তায় নামবেন। ধর্মঘট সফল করতে যা যা করা প্রয়োজন সবই করা হবে। সিলেটের প্রবেশমুখ শেরপুরেও ব্যারিকেড দিয়েছে পরিবহন শ্রমিকরা। ফলে সিলেট থেকে কোনো যানবাহনই বাইরে যেতে পারছে না।
সিলেটে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধসহ ৩ দফা দাবিতে ধর্মঘট সবার আগে ঘোষণা করে জেলা পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল পরিবহন ধর্মঘটের কারণে ঢাকাসহ দূরপাল্লায় যেতে যাত্রীরা ভিড় করছিলেন।
তবে বিএনপির অনেক নেতা-কর্মী সিলেটের বিভাগীয় গণসমাবেশে উপস্থিত হচ্ছেন। এর আগে তিন জেলার সঙ্গে সিলেটেও সকাল-সন্ধ্যা ধর্মঘট চলবে। সেই সঙ্গে নতুন করে পুলিশের মামলা, গ্রেপ্তার, বিভিন্ন জায়গায় বাধা এবং শহরে ছাত্রলীগের মোটরসাইকেল মহড়াও চালাচ্ছে। বর্তমানে সিলেটে থমথমে অবস্থা বিরাজ করছে। এই সমাবেশকে কেন্দ্র করে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে সিলেট অভিমুখী বাস চলাচল বন্ধ করেও আটকাতে পারছেনা বিএনপি নেতাকর্মীদের।
সমাবেশকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি যুক্তরাজ্য সভাপতি এমএ মালিক বলেন, দেশের মানুষ আওয়ামীলীগ ভোট ডাকাতি সরকার আর চায় না। এরা দেশকে ভারতের হাতে তুলে দিতে চায়। দেশের জনগন আজ সচেতন, এখন সময় সকলে ঐক্যবদ্ধ হয়ে ডায়নী হাসিনার পতনের মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। তারা পুলিশ দিয়ে ও ধর্মঘটের নাটক করে দলের নেতাকর্মীদের আটকানোর চেষ্টা করছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শত বাধা পেরিয়ে জাতীয়তাবাদীদলের নেতারা মহাসমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হচ্ছেন। আমাদের নেতা ‘‘ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ টেইক ব্যাক বাংলাদেশ ‘‘।
এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব জানান, শনিবারের মহাসমাবেশকে বানচাল করার জন্য অনেক চেষ্টা করেছেন তার বদলে সিলেটের জনগন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা শত ঘাট প্রতিঘাত পেরিয়ে আজকের সমাবেশকে আরো জোরদার করতে একাট্টা হয়েছেন। এদেশের জনগন আর বাকশালী আওয়ামীলীগ সরকারকে চায় না। সিলেটের এ সমাবেশের মধ্যদিয়ে হযরত শাহজালাল (র:) পূর্ণভূমি থেকে নিশিরাতের ভোটচোর আওয়ামী সরকারের পতন না হওয়া পযন্ত আন্দোলন চালিয়ে যাবো।
সিলেটের ৩ জেলা থেকে নেতাকর্মীরা আসছে। রাতে গাড়িবহর নিয়ে সিলেটে আসেন জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশায় করে, আবার অনেকে হেঁটে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। তাদের জন্য থাকা, খাওয়ার ব্যবস্থা সাংগঠনিকভাবেই করা হয়েছে।
এব্যাপারে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিএনপি’র সমাবেশ ঠেকাতেই সিলেটে পরিবহন ধর্মঘট দেয়া হয়েছে, তবে অবরোধ-ধর্মঘট করে গণসমাবেশ ঠেকানো যাবে না। সকল বাধা উপেক্ষা করে সমাবেশে মানুষের ঢল নামবে। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে শতশত নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা শান্তিপূর্ণ সমাবেশকে নষ্ট করতে চায় তাই সমাবেশকে সফল করতে হয়রানি বন্ধের আহ্বান জানান তিনি।
আজ শনিবার বিকেলে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।