সোহেল আহমদ ::  পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

অভিযানে দুটি বন্দুক, বেশকিছু চাকু, ছুরি, চাপাতি ও রামদা উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া মাদকের মধ্যে ২৫ হাজার ১৩৭ পিস ইয়াবা এবং ২০০ কেজি গাঁজা রয়েছে।

 

 

এরমধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. মুনজুর হোসেন।

তিনি বলেন, গত ১লা থেকে ১৫ই ডিসেম্বর পযন্ত ১৫ দিনের এই বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ২০শে নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডিত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়া হয়।

 

 

এরই প্রেক্ষাপট বিবেচনায় বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদ্‌যাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযান চলছে।

 

ঢাকায় গ্রেপ্তার ২৫৫ জন: রোববার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকার ৫০টি থানার বিভিন্ন এলাকা থেকে ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, ভাঙচুর, মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানান, ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মো. ফারুক হোসেন।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *