শাবিপ্রবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে দ্বিতীয় বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩ দিনব্যাপী এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশসহ ১৪টি দেশের ২৫০ জন অতিথি অংশগ্রহণের কথা রয়েছে। এতে ১৬৬টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। সম্মেলনে সশরীরে ২টি ও ভার্চুয়ালি চারটি অধিবেশনসহ মোট ২৮টি প্যারালাল অধিবেশন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেীয় মিলনায়তনে আজ সকাল সাড়ে ৯টায় সম্মেলনের উদ্বোধন হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক মো. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী ও অধ্যাপক তাহমিনা ইসলাম প্রমুুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *