মনজু বিজয় চৌধুরী: সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে চা চক্র করেছে মঙ্গলবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাব।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট জেলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি আল আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক ছমির মাহমুদ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, ইমজা সাবেক সভাপতি ও মোহনা টিভি প্রতিনিধি রাধাপদ দেব সজল প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন- কথা সাহিত্িযক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, প্রেসক্লাব সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, ইমজা সভাপতি ও মাছরাঙা টিভি প্রতিনিধি তমাল ফেরদৌস, সমকাল প্রতিনিধি নুরুল ইসলাম, বিটিভি প্রতিনিধি হাসানাত কামালসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় ইমজার পক্ষ থেকে নব নির্বাচিত সভাপতি ও সম্পাদককে ফুল দিয়ে বরন করেন, ইমজা সভাপতি তমাল ফেরদৌস।
এছাড়া আগত অতিথিদের ফুল দিয়ে বরন করেন, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল ও সৈয়দ মেহেদী হাসান রুমি।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিলেট বিভাগের প্রবীন সাংবাদিক ও মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি আল আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে সিনিয়র সাবাদিক সরওয়ার আহমদ জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার বইটি সিলেট জেলা প্রেসক্লাবকে প্রদান করেন। এছাড়া নব নির্বাচিত কমিটির সদস্যদের দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার পক্ষ থেকে বর্ষপুঞ্জি প্রদান করেন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *