মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজারে আকুয়া দেশি প্রবাসী সদকা জারিয়া ওয়ার্ড ওয়াইড গ্রুপের প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় খানদানী রেস্টুরেন্ট রুমে সভাপতি আকিবুল হোসেন মুসুদ এর সভাপতিত্বে ও মেজর তারেক এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদকা জারিয়াওয়ার্ড গ্রুপ এর পরিচালক আবুল আলা জুনেদ আহমেদ।
আকুয়া দেশি প্রবাসী গ্রুপের সদস্য গিয়াস আহমদ,সদর কনকপুর ৮নং ইউনিয়নে কামাল ,আব্দুল আজিজুল চৌধুরী,সামছুল মাস্টার,নজরুল,সুলোমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মুতারিব, ফারুখ, উপদেষ্টা মন্ডলীর সদস্য একাছুর রহমান,মতিহুর রহমান,ইংল্যান্ড প্রবাসী হাসিম, ইংল্যান্ড প্রবাসী আসদ্দোর,মতিউর,রুমালি হুজুর,জে কে জসিম,আব্দু রহমার পারভেজ,জুয়েল , মহসীনসহ আকুয়া দেশি প্রবাসী গ্রুপের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শেষে অতিথিদের কে সম্মাননা কেস্ট প্রদান করা হয়।
সদকা জারিয়াওয়ার্ড গ্রুপ এর পরিচালক আবুল আলা জুনেদ আহমেদ বলেন আসুন আমরা প্রবাসীরা মিলেমিশে কাজ করতে হবে। এ দেশের জন্য কাজ করতে হবে প্রবাসীরা। অসহায় মানুষের পাশে সবসময় আছে। আকুয়া দেশি প্রবাসী সদকা জারিয়া ওয়ার্ড ওয়াইড গ্রুপের উদ্যোগে অসুস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেয়া বা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী স্থানান্তরের জন্য এ্যাম্বুলেন্স দেওয়া হবে।

