মনজু বিজয় চৌধুরী:  মৌলভীবাজার সামর্থহীন পিতামাতার সন্তান যারা স্কুলে ভর্তি করতে পারছেন না কিংবা স্কুলব্যাগ, জুতা, খাতা-কলম ও স্কুলড্রেস বানাতে পারছেন না, তাদের জন্য মোঃ মাসুদ ফাউন্ডেশন এক কর্মসূচী হাতে নিয়েছে। উক্ত কর্মসূচী সফল করতে মৌলভীবাজার শহর ও শহরতলীর ৫টি স্কুলকে বেছে নিয়ে স্কুলগুলোতে ১৮ জানুয়ারী বুধবার এক ঝটিকা সফরে বেরিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ ও কোষাধ্যক্ষ মোঃ সালেহ আহমদ (স’লিপক)।
ঝটিকা সফরে পরিদর্শনকালে তারা শাহ্ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন খান, বাহারমর্দান জয়গুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ রূপিয়ান, সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক স্বপন শর্মা, হাজী নছিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা রুহ আফজা বেগম রুহী ও বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলীনা আরা চৌধুরী’র সাথে আলাপ করে বিদ্যালয়ে যারা বিভিন্ন কারণে ভর্তি হতে পারছেনা তাদের তালিকা সংগ্রহ করেন এবং তাদেরকে বিদ্যালয়ে ভর্তি করনোর ব্যবস্থা মোঃ মাসুদ ফাউন্ডেশন করবে বলে বিদ্যালয়গুলোর শিক্ষকদেরকে আশ্বস্ত করেন।
এছাড়াও সদর উপজেলা এমনকি আশপাশের অন্যান্য উপজেলার যেসব স্কুলে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না, তারা যদি ফাউন্ডেশনের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন, তাদের ভর্তির ব্যাপারেও ফাউন্ডেশন ব্যবস্থা নিবে বলে তারা জানান। তবে আবেদনপত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষককের সীলমোহর সহ সুপারিশ লাগবে এবং আবেদনকারীর নাম, শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, শ্রেনী এবং অভিভাবকের মোবাইল নম্বর স্পষ্টভাবে লিখতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *