৪ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে সিলেটে বিএনপির গণসংযোগ

প্রকাশিত: ৪:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

৪ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে সিলেটে বিএনপির গণসংযোগ

সিলেটে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে শুক্রবার গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন জেলা বিএনপির নেতারা।

 

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ওই সমাবেশ সফল করতে শুক্রবার বেলা দুইটায় নগরের বন্দরবাজার এলাকায় গণসংযোগের পাশাপাশি প্রচারপত্র বিলি করেছে জেলা বিএনপি।
বিএনপির নেতা-কর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণসংযোগে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তাদের লাগামহীন দুর্নীতির কারণে দেশ এখন দেউলিয়া। সরকার দেশের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করার পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও দলীয়করণ করেছে। তাই দেশের জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’
প্রচারপত্র বিলি ও গণসংযোগের সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির নেতা আশিক উদ্দিন, ফখরুল ইসলাম, হাসান আহমদ পাটোয়ারী, ইকবাল বাহার চৌধুরী, তাজরুল ইসলাম, আবুল কাশেম, সাঈদ আহমদ, আল আসলাম মুমিন, শাকিল মুর্শেদ, অর্জুন ঘোষ, মোস্তাক আহমদ, বুরহান আহমদ, আহাদ চৌধুরী, ইসলাম উদ্দীন, কয়সর আহমদ, নাজিম উদ্দীন, সুহেল ইবনে রাজা, শাহীন আলম, আফজাল হোসেন, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আবদুল কাইয়ুম চৌধুরী গণসংযোগকালে জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে সিলেটে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে প্রতিটি উপজেলা ও পৌর বিএনপি ১০ দফা দাবির সপক্ষে জনসচেতনতা সৃষ্টি করতে গণসংযোগ করবে। বিএনপির সব সহযোগী সংগঠনকেও মাঠে থেকে কাজ করতে হবে। এ কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে বিএনপি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ