ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজার পুলিশ সুপার মসার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে ৩০ জানুয়ারী এসআই(নিরস্ত্র)/সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া কুলাউড়া থানাধীন কুলাউড়া পৌরসভাস্থ শিবির রোডের রেল ক্রসিং এর পূর্ব পাশে পাকা রাস্তা হইতে মাদক ব্যবসায়ী জমির আলী (৩২), পিতা-সিরাজ আলী, সাং-মিরাশী, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ; বর্তমানে: সাং-জয়পাশা, কুলাউড়া পৌরসভা, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হইতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করিয়া জব্দতালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন আছে। ধৃত আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-২৪, তারিখ: ৩০/০১/২০২৩ খ্রিঃ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
ডিআইজি, সিলেট রেঞ্জ সার্বিক দিক নির্দেশনা ও মৌলভীবাজার পুলিশ সুপার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
