ডায়াল সিলেট ডেস্ক ॥ বড়লেখার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। দক্ষিণভাগ কাতার প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় স্থানীয় যুব সমাজ এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিক দক্ষিণভাগ হামদান স্পোর্টস একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে সিলেটের পিওয়াইও এফসি টিমকে হারিয়ে জয়লাভ করেছে।
যুব সমাজের সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক কাতার প্রবাসী আব্বাস উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, নজরুল ইসলাম টেক্কা প্রমুখ।
