ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজারে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুবাই প্রবাসির একমাত্র ছেলে মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো: শফিউল ইসলাম রাফি (১৯) মৃত্যু বরন করেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় গিয়াসনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। মো: শফিউল ইসলাম রাফি মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের দুবাই প্রবানী মজনু আহমদ এর একমাত্র ছেলে। 

স্থানীয়রা জানান, বিকেলে রাফি মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল যাচ্ছিল পথে গিয়াসনগর এলাকায় একজন পথচারী রাস্তা পারাপার হচ্ছিলেন তখন রাফি পথচারিকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক রাফিকে মৃত্যু ঘোষনা করেন।

এদিকে রাফির বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তাঁর মা ও আত্নীয়স্বজনরা। বারবার মূর্ছা যাচ্ছেন তারা। এলাকার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *