প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩
বিনোদন ডেস্ক::দেশের চলচ্চিত্র পেরিয়ে ওপার বাংলাতেও জনপ্রিয়তা রয়েছে বিদ্যা সিনহা মিমের। তবে তিনি কেবল যে নায়িকার তকমা নিয়ে শান্ত থাকবেন না তার প্রমাণ মিলেছে গেল বছর মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমায়। আর এবার সত্য ঘটনার আলোকে ধর্ষিতার চরিত্রে অভিনয় করবেন তিনি। ১৯৯৫ সালের ২৩শে আগস্ট রাতে ঢাকা থেকে রাতে দিনাজপুরের উদ্দেশ্যে আসে ইয়াসমিন নামে এক কিশোরী। বাসের স্টাফরা ভোররাতে তাকে দিনাজপুরের দশমাইল মোড়ে রেখে গেলে পুলিশ তাকে বাড়ি পৌঁছাতে চাইলেও পথে তাকে ধর্ষণ এবং পরে হত্যা করে। আর এর উত্তাল প্রতিবাদে পুলিশের গুলিতে প্রাণ হারান ৭ আন্দোলনকারী। আহত হন দুই শতাধিক। দিনাজপুরসহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই ইয়াসমিনের চরিত্রে অভিনয় করবেন মিম। ছবির নাম রাখা হয়েছে ‘আমিএরইমধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। ছবি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখন সব ধরনের চিত্রনাট্যে কাজ করছি না। ‘আমি ইয়াসমিন বলছি’ ছবির চিত্রনাট্য ৬ মাস আগে পড়েছি। যখন পড়েছি তখন কেঁদে ফেলেছিলাম আমি। বাস্তবে ইয়াসমিনের বয়স ছিল ১৩ বছর। তাই এই চরিত্রটি ফুটিয়ে তুলতে ওজন কমাতে হবে মিমের। সেজন্য নিজেকে প্রস্তুতের পর এপ্রিল থেকে ছবির শুটিং শুরু করবেন তিনি। এদিকে মিম এখন কলকাতায় জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায় অভিনয় করছেন। সেখান থেকেই ‘আমি ইয়াসমিন বলছি’ ছবির প্রস্তুতি নেবেন তিনি। ইয়াসমিন বলছি’।
ডায়ালসিলেট এম/
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech