প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লেডিস ক্লাবের উদ্যোগে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লেডিস ক্লাবের উদ্যোগে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

মনজু বিজয় চৌধুরী॥ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে মৌলভীবাজার রাজনগর উপজেলার উত্তরভাগ চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ১০ ফেব্রুয়ারী শুত্রুবার বিকালে চা বাগানের মান্ডপ প্রাঙ্গনে মৌলভীবাজার লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী মিসেস কবিতা ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এছাড়াও শ্রমিকদের মাঝে কম্বল বিতরণের উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার,সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা ও রেকর্ডরুম)মীর রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও টি সেল)সুকান্ত সাহা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা, আইসিটি শাখা ও ট্রেজারি শাখা) সৈয়দ সাফকাত আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, পর্যটন সেল ও সীমান্ত সেল) মোঃ বেলায়েত হোসেন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতাসহ লেডিস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে ২শ চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ