স্পোর্টস ডেস্ক::সড়ক দুর্ঘটনার শিকার ঋষভ পন্ত এখনো হাসপাতালে। এতে টেস্ট অভিষেক হয়ে গেল উইকেটকিপার-ব্যাটসম্যান শ্রীকর ভরতের। ভারতের ৩০৫তম টেস্ট ক্রিকেটার তিনি। আর মাঠে নামার আগে আবেগময় এক দৃশ্যের সাক্ষী হয়ে থাকলেন সবাই। শ্রীকর ভরতের মা মাঠে নেমে ছেলেকে জড়িয়ে ধরে চুমু খান। এই ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভরতের পুরো পরিবারই মাঠে ছিলেন এই শুভলগ্নে। মা ছাড়াও বাবা, বোন ও স্ত্রীও ছিলেন গ্যালারিতে। ছিলেন ৯ বছর বয়স থেকে শ্রীকর ভরতের কোচ জয় কৃষ্ণ রাও-ও। ভরতের টেস্ট অভিষেকের খবরটা যখন পান, কৃষ্ণ তখসিকে নাইড়ু অনূর্ধ্ব-২৫ টুর্নামেন্টে খেলছে তার দল। খবরটা শুনেই উপস্থিত হন নাগপুরে। ছাত্রের শৈশবের দিনগুলো স্মরণ করেন ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে। কৃষ্ণ রাও বলেন, ‘সে খুব দুষ্টু ছিল। সব সময় অন্য কিছুতে মনোযোগ থাকতো। এ জন্য আমার অনেক বকা খেয়েছে ও।’ ১৯ বছর বয়সে রাজ্য দলের নিয়মিত উইকেটকিপার হয়ে যান শ্রীকর ভরত। ব্যাটিংয়ের পাশাপাশি তখন কিপিংয়ে নিয়মিত হয়েছিলেন কোচের পরামর্শেই। ২০২২ সালের শুরুতে ঋদ্ধিমান সাহা টেস্ট দল থেকে বাদ পড়ার পর আলোচনায় উঠে আসেন ভরত। কিন্তু ঋষভ পন্তের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অপেক্ষাটা বেড়েছে। গতকাল টেস্টের প্রথম দিনে রবীন্দ্র জাদেজার বলে মারনাস লাবুশেনকে স্টাম্পিং করে টেস্টে নিজের প্রথম ডিসমিসালও তুলে নেন ভরত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভরতের টেস্ট অভিষেকের প্রতিক্রিয়া নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। যাতে ভরত বলেছেন, ‘যে পথটা অতিক্রম করেছি, সেদিকে পেছন ফিরে তাকিয়ে এই জার্সিটা দেখার আনন্দ তুলনাহীন। আমার জন্য খুব গর্বের মুহূর্ত। অনেক আবেগ কাজ করছে। যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করি, এমন কিছুর দেখা পাব, তা ভাবিনি। কোচ জয় কৃষ্ণ রাওকে ধন্যবাদ। যখন নিজেরই আমার ওপর বিশ্বাস ছিল না, তখন তিনি আমার সামর্থ্যে আস্থা রেখেছেন।’ ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কেও ধন্যবাদ দিয়েছেন ভরত। তিনি বলেন, ‘আমি হুট করে এতটা পথ উঠে আসিনি। ছোট ছোট ধাপে এগিয়েছি। ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ‘এ’ দলের সিরিজে রাহুল দ্রাবিড় স্যারের সঙ্গে কথা হয়েছিল। কীভাবে নিজের খেলাকে পরের ধাপে উন্নীত করতে পারি, তা নিয়ে কথা হয়েছিল। তিনি আমার কোনো কিছু তেমন পরিবর্তন করেননি। আমি যেমন, সেভাবে বেড়ে উঠতেই সাহায্য করেছেন।’ নাগপুরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় সূর্যকুমার যাদবেরও।
ডায়ালসিলেট এম/