ডায়াল সিলেট ডেস্ক ॥ পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। তারা ঘোষণা দিয়েছিল ১০ ডিসেম্বর থেকে দেশ ও সরকার তাদের দখলে থাকবে, খালেদা জিয়ার কথায় দেশ চলবে। কিন্তু আওয়ামী লীগ কর্মীরা শান্তির পক্ষে মাঠে থাকায় তাদের স্বপ্ন আর পূরণ হয়নি। কেননা তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায় না। তারা চায় অতীতের মত জোর করে ক্ষমতায় যেতে। তারা বেইমান, প্রতারক, ধোকাবাজ। তারা দেশকে অশান্ত করতে চাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ জনতাকে সাথে নিয়ে আজ সারাদেশে শান্তি সমাবেশ করছে। তারা অনেক দিন ক্ষমতায় ছিল। ৫ বছরে দেশকে দুর্নীতিতে বিশ্বে ১ নম্বর করেছিল। আওয়ামী লীগ কর্মীদেরকে আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ঘরে ঘরে যেতে হবে। সরকারের উন্নয়ন মানুষকে জানাতে হবে, বুঝাতে হবে। এদেশ এখন আর গরিবের দেশ নয়, ভিক্ষুকের দেশ নয়। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মানুষের জীবন মানের উন্নয়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী বলেছেন ২০৪১ সালে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার। ডিজিটাল যুগে এখন আর বেঅইনী ভাবে জমির মালিক হওয়া যাবেনা। দলিল যার জমি তার হবে।
তিনি শনিবার রাতে মৌলভীবাজারের জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসায় ভবন করে দিয়েছেন। এক দিনে ২৬ হাজার ২০০ প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করেছেন। প্রতি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারী করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, ফ্লাইওভার, রুপপুর বিদ্যুৎ প্রকল্প, পাতাল রেলসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এত উন্নয়নের পরেও এদেশের মানুষ বিএনপি-জামায়াতকে কীভাবে ভোট দেবে? ওরা শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ বার চেষ্টা করেছিল। সারাদেশে এক সাথে ৫০০টি বোমা ফুটিয়েছিল। জঙ্গিবাদ তৈরি করেছিল। শেখ হাসিনা জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করেছেন। এখন নির্বাচনকে সামনে রেখে আবার সেই সন্ত্রাস-নৈরাজ্য শুরু করতে চাচ্ছে। কিন্তু জনগণ তা হতে দেবে না। এদেশে আর ২০১৩ সাল ২০১৪ সাল আসবেনা। হতে দেয়া হবেনা। এখন থেকে আওয়মী লীগ কর্মীরা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই, আওয়ামী লীগের বিকল্প নেই। শেখ হাসিনা ১৭ কোটি জনগণের পাশাপাশি ১২ লাখ রোহিঙ্গার খাবারের ব্যবস্থা করছেন। যে কারনে বিশ্ববাসী শেখ হাসিনাকে মানবতার মা’র মর্যাদা দিচ্ছে। সারাদেশে উন্নয়নের সাথে তাল মিলিয়ে জুড়ী-বড়লেখাতেও উন্নয়ন এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, অচিরেই জুড়ীতে সাফারী পার্কের কাজ শুরু হবে। হাকালুকি হাওর উন্নয়নে প্রকল্প নেয়া হয়েছে, দ্রুত কাজ শুরু হবে। উন্নয়নের সামনে ওরা টিকতে পারবেনা। ভোট ছাড়া কেহ নির্বাচিত হতে পারেনা। খালেদা জিয়া নির্বাচনে আসলে, জনগণ ভোট দিলে আমরা ক্ষমতা ছেড়ে দিব। ২০০৮ সালের নির্বাচনে ৩০টি সিট পেয়েছিল বিএনপি-জামায়াত জোট। তখন তাদের জনপ্রিয়তার ধস ছিল। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফলে তাদের জনপ্রিয়তা আরো নেমে গেছে। তাই তারা নির্বাচন ছাড়া বিকল্প ভাবে ক্ষমতায় যেতে মরিয়া। তারেক জিয়া টিকিট বিক্রি শুরু করেছে। তারা দেশকে অশান্ত করে ক্ষমতায় যেতে চায়। তা কোন অবস্থায় সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ- আগামীতে সঠিক নির্বাচন হবে। জনগণ ভোট দিয়ে সরকার বানাবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। এখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে।
জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সহ সভাপতি জাকির আহমদ কালা, যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীকান্ত দাশ, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, ভোগতেরা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চিকন, নয়াগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জাঙ্গিরাই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সায়রুল আলম, মহেশ দাশ, হাসান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জুয়েল রানা, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, সাবেক সদস্য হুমায়ূন কবির, জায়ফরনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল খায়ের সাইমন, যুগ্ম আহবায়ক রাজীব আহমদ, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজ তাজুল ইসলাম। গীতা পাঠ করেন যুবলীগ সদস্য পিংকু দাস।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *