প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: ‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য কমিয়ে আনি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সিলেট পপুলার মেডিকেল সেন্টার ও হাসপাতালের উদ্যোগে অবহেলিত চা শ্রমিকদের বিনামূল্যে ক্যান্সার স্কিনিং সেবা দেওয়ার মাধ্যমে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
দিবসটির উপর ভিত্তি করে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করতে শুক্রবার সকাল ১০টায় সিলেটের লাক্কাতুরা চা বাগানে শ্রমিকদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি ড. সৈয়দ রাগীব আলী।
র্যালিটি সিলেট এয়ারপোর্ট সড়ক ঘুরে পুনরায় লাক্কাতুরা চা বাগানে এসে শেষ হয়। পরবর্তী আলোচনা সভায় অবহেলিত চা শ্রমিকদের ক্যান্সার ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
মেডিসিন ও বাতরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ইসলামই পাটোয়ারী সভাপতিত্বে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেডিওথেরাপী বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার বনিউল আহমেদ। তিনি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ও কারণ ব্যাখ্যা করেন এবং জীবন মান উন্নয়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা করেন।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট উইমেন্স কলেজ ও হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান ও প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. শাহ নেওয়াজ চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়, অধ্যাপক ডা. আবেদন হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, মালনীছড়া টি এস্টেটের ম্যানেজার মো. আজম আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল হাফিজ (শাফী), ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জিরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আদনান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি ও প্রসুতি বিভাগ) ডা. ফাহমিনা আক্তার ফাহমি।
ড. সৈয়দ রাগীব আলী বৈষম্য দূরীকরণের এ মহতি উদ্বোগ সিলেট পপুলার মেডিক্যাল সেন্টারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চিকিৎসক ও চিকিৎসা পেশার সঙ্গে জড়িতদের নিজেদের উদ্যোগী হয়ে অবহেলিত যারা অর্থ ব্যয় করে চিকিৎসা নিতে পারেন না, তাদের সেবায় এগিয়ে আসতে হবে এবং বিভিন্নভাবে সচেতন করতে হবে।
অধ্যাপক ডা. সরদার বনিউল আহমেদ বলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে সারাবিশ্বে বছরে এক কোটিরও বেশি মানুষের মৃত্যু হয়। একেবারে শুরু দিকে শনাক্ত করা গেলে সব ক্যান্সারই সারিয়ে তোলা সম্ভব। যদি অনেক পরে ধরা পড়ে, তখন আর সারানো সম্ভব হয় না। তিনি আরও বলেন, অনিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ, মদ, পান-সুপারি, জর্দা, অতিরিক্ত লবণ, চিনি বেশি খাওয়া, তেজস্ক্রিয়তা, কীটনাশক, ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের স্পর্শ করা, (হেপাটাইটিস বি ও সি, এইচআইভি, এবস্টেইন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস), সূর্যকিরণ, বায়ুদূষণ এ সকল কারণে ক্যান্সার হতে পারে। এখন বুঝতে হবে ক্যান্সার হওয়া মানেই নির্ঘাত মৃত্যু নয়।
ডা. সরদার বনিউল আহমেদ বলেন- যদি কারো অনেক দিন ধরে গলাব্যথা হওয়া, শ্বাস-প্রশ্বাস নিতে ও খাবার গিলতে অসুবিধা হওয়া, স্বর ভেঙে যাওয়া, শ্বাস-প্রশ্বাসের সময় গলায় ঘড়ঘড় আওয়াজ হয়, এছাড়া কাশি বা বমির সঙ্গে রক্ত ওঠা, গলায় চাকা দেখা যায়, দ্রুত ওজন কমে যাওয়া, এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে গেলে জীবন বাঁচারো সম্ভব। আমাদের হাসপাতালেও ক্যান্সারের ভালো চিকিৎসা হয়। আমাদেওর দেশেও ভালো চিকিৎসক আছে। তাই ক্যান্সার থেকে বাঁচতে হলে জীবনযাত্রার পরিবর্তন করতে হবে। মদ,পান-সুপারি, জর্দা, খাওয়া চলবেনা, বেশি তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech