সিলেটে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

সিলেটে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল

সিলেট জেলা ও মহানগর এলাকার ৫ লাখ ১৩ হাজার ২৫৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার ২ হাজার ৪১৪ ও মহানগরের ৩৪৮টি কেন্দ্রে চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সিটি করপোরেশন ও সিভিল সার্জন অফিসে পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে বলা হয়, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন জানান, সিলেট নগরের স্থায়ী-অস্থায়ী সর্বমোট ৩৪৮টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ ও ১২ মাস থেকে ৫ বছর বয়সী ৬৯ হাজার ২৬৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে ৬৯৬ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

একইদিনে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৬ হাজার ৯৫৬ ও ১২ মাস থেকে ৫ বছর বয়সী ৩ লক্ষ ৮৮ হাজার ১৭৩ জনকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

সিলেট জেলার সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার বলেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে একটি কুচক্রীমহল দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত থাকে। এই ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই চক্রটি এসব করে থাকে। আর এধরণের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানোর কোন সুযোগ নেই।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ