২৪ কোটি টাকা ব্যয়ে মনু নদীর বাঁধের মেরামত কাজের উদ্বোধন

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

২৪ কোটি টাকা ব্যয়ে মনু নদীর বাঁধের মেরামত কাজের উদ্বোধন

ডায়ালসিলেট ডেস্ক: কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাজীপুর গ্রামের সন্নিকটে মনু নদীর ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পাথরের তৈরি ব্লক ডামপিং করে মেরামতের লক্ষে কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ১৮ ফেব্রুয়ারি মোঃ জাবেদ ইকবাল নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন র্বোড মৌলভীবাজার উপস্থিত হয়ে প্রকল্পটি উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ খুরশেদ আলম, উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ পাবেল, ১০নং হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ বক্স, ৪নং ওয়ার্ডের মেম্বার বিধান দত্ত, প্রকল্প ম্যানেজার দিদারুল ইসলাম প্রমুখ।

এ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকাস্থ রিমি নির্মাণ লিমিটেড এবং তদারকীর দায়িত্ব রয়েছে পানি উন্নয়ন র্বোড মৌলভীবাজার । উল্লেখ্য উক্ত কাজরে জন্য সরকার ২৪ কোটি টাকা বরাদ্দ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ