মৌলভীবাজারের পালিত হচ্ছে শিব চতুর্দশী উৎসব ও মেলা

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

মৌলভীবাজারের পালিত হচ্ছে শিব চতুর্দশী উৎসব ও মেলা

ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গলে বিভিন্ন অনুষ্ঠান সূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে তিন দিন ব্যাপী শিব চতুর্দশী উৎসব ও মেলা। এ উপলক্ষ্যে উভয় স্থানে হাজারো পূর্ণার্থীর সমাগম ঘটে।
রাত থেকে জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর শিব বাড়িতে পূর্জাচনা ও শিবরাত্রী ব্রত পালন শুরু হয়। একই সাথে জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের কয়েকশ বছরের প্রাচীন নিন্মাই শিববাড়িতে ভিড়জমে লাখো পূনার্থীর।
পূনার্থীরা শিববাড়ী দিঘিতে পূণ্যস্থান করেন, কেউ চুল দান করেন। অনেক নকুলদানা ও বাতেসা দিয়ে লুট দেন। সোমবার সকালে এ উৎসবের সমাপ্ত হবে বলে জানান, আয়োজক কমিটি। এ উপলেক্ষ্যে মন্দির প্রাঙ্গনে বসে মেলা।

0Shares