মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার পৌরসভার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট রেঞ্জ পুলিশের অভিবাবক মান্যবর ডিআইজি, সিলেট রেঞ্জ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বদলী জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
২২ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে, পৌরসভার উদ্যোগে সিলেটরে ঞ্জের ডিআইজি মফিজ উদ্দিনের বদলীজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজার নাগরিক বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
পৌর মেয়র ফজলুর রহমানের সভাপত্বিতে ও শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। জেলা প্রসাশক মীর নাহিদ আহসান,জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন,
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশিষ দেবনাথ, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামছুল ইসলাম, সাবেক যুগ্ম সচিব বনমালী ভৌমিক, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ।
বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি এডভোকেট রাধাপদ দেব সজল, কুলাউড়ার থানার ওসি আব্দুস সালেক, সাবেক পিপি এস এম আজাদুর রহমান আজাদ, বিএমএর সভাপতি ডাঃ ছব্বির হোসেন খান, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে, পৌর কাউন্সিলর আসাদ হেসেন মক্কু, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্নাদত্ত সহ অন্যন্যরা।
সংবর্ধিত সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, আজ থেকে ২৫ বছর আগে যখন চাকুরীতে যোগ দিয়েছিলাম তখন থেকেই মৌলভীবাজার জেলায় চাকুরী করার ইচ্ছা ছিল। কিন্তু সুযোগ নাহলেও সিলেটের ডিআইজি হওয়ার পর সেই ইচ্ছা অনেকটা পূরণ হয়েছে।
তিনি আরও বলেন, মৌলভীবাজারে স্বশরীরে না থাকলেও অনেক সময় কাটিয়েছেন। তিনি মৌলভীবাজারের মানুষকে ভালো পেতেন, তাই মৌলভীবাজার নিয়ে কবিতা লিখেছেন। আমি এখান থেকে যাওয়ার পর মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় যেনো এই কবিতাগুলি ছাপা হয় সেই আশাবাদ তিনি ব্যক্ত করেন।
পরে বদললীজনিত বিদায়ী সংবর্ধিত ব্যক্তি ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদের হাতে পৌর নাগরিকদের পক্ষে মেয়র ফজলুর রহমান সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। অনুষ্ঠানে পৌর নাগরিক, সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ও বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন পদবীর অফিসারসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত ও বিশেষ অতিথিবৃন্দকে পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায়ী ডিআইজি বলেন, চাকরি জীবনে পেশাদারিত্ব বজায় রেখে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করেছি। তিনি চাকরিকালে তাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংবর্ধিত ব্যক্তির মফিজ উদ্দিন বলেন সিলেটের মানুষকে আমি খুব মিস করবো আমার চাকরির জীবনেরর একটি শ্রেষ্ট স্থান হলো মৌলভীবাজার।