এক হাত নিলেন স্বরা

প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

এক হাত নিলেন স্বরা

বিনোদন ডেস্ক::মুক্তির ২৮ দিনের মধ্যেই হাজার কোটি ক্লাবে ‘পাঠান’। আর তাতেই উচ্ছ্বসিত অভিনেত্রী স্বরা ভাস্কর। যশরাজ ফিল্মসের টুইট শেয়ার করে ‘বয়কট গ্যাং’কে একহাত নিলেন অভিনেত্রী। চার বছর বাদে বড় পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ খান। ফেরার এই পথ খুব একটা মসৃণ ছিল না। ছবির ‘বেশরম রং’ গান ও নায়িকা দীপিকা পাড়ুকোন পোশাক নিয়ে প্রবল আপত্তি তোলা হয়েছিল। ছবির বয়কটের হুমকি দেয়া হয়ছিল। এমনকি মুক্তির ঠিক আগে প্রেক্ষাগৃহে পর্যন্ত ভাঙচুর করা হয়েছিল। কিন্তু শাহরুখ খান নামের ম্যাজিকে সমস্ত বিতর্ক ফিকে হয়ে যায়। মুক্তির দিনই বক্স অফিসে ঝড়ছবির প্রথম দিনের আয় ছিল ১০৬ কোটি টাকা। সাফল্যের এই ধারা তার পরেও অব্যাহত থাকে। মাত্র ৪ দিনে চারশ’ কোটির ক্লাবে ঢুকে পড়ে শাহরুখের সিনেমা। ছবি যখন আটশ কোটির ক্লাবে ঢুকে পড়ে তখন থেকেই হাজার কোটির অপেক্ষা শুরু হয়ে যায়। সেই অপেক্ষার অবসান হলো মুক্তির ২৮তম দিনে। ‘পাঠান’-এর এই সাফল্য ধুঁকতে থাকা বলিউডকে অক্সিজেন জুগিয়েছে। আর বয়কট ট্রেন্ডকে মুখের উপর কড়া জবাব দিয়েছে। এমনটাই বলছেন অনেকে। এমন পরিস্থিতিতেই বয়কট গ্যাংকে একহাত নিলেন স্বরা। ছাপার অযোগ্য ভাষায় বয়কট গ্যাংকে তোপ দাগলেন অভিনেত্রী। পাশাপাশি বলিউডের নক্ষত্রদের শুভেচ্ছা জানিয়েছেন স্বরা। কিছুদিন আগেই বিয়ে করেছেন অভিনেত্রী। এটা জানা যায় যে তার স্বামী অনেক অনলাইন ক্যাসিনোতে নিয়মিত খেলোয়াড়, বিশেষ করে তিনি নিয়মিত https://slotogate.com/slots/soccer-babes/ এ খেলেন। তা নিয়েও বিস্তর বিতর্ক হয়েছে। অবশ্য সে বিষয়ে এখনো স্বরার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডায়ালসিলেট এম/

0Shares