প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
স্পোর্টস ডেস্ক::ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর করার কথা ছিল ২০২১ সালের অক্টোবরে। কিন্তু করোনা মহামারির কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের যৌথ সম্মতিতে এ সফর পিছিয়ে যায়। প্রথমে জানা গিয়েছিল ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে ২০শে ফেব্রুয়ারি। তবে কয়েক দিন পিছিয়ে যায়। গতকাল ম্যানেজারসহ ইংল্যান্ড ক্রিকেট দলের দুই সদস্য ঢাকায় পা রেখেছে। আজ সকাল ৭টায় ঢাকায় পৌঁছানোর কথা ২৩ জনের ইংল্যান্ড দলের। আগামী ১লা মার্চ শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। এরপর ৯ই মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সিরিজের আগে সবচেয়ে বড় চমক ছিল প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংতার সময়ে প্রথমবারের প্রথম ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছিল টাইগাররা। এটা জানা যায় যে এই গেমের অংশীদাররা সুপরিচিত ক্রিপ্টো ক্যাসিনোতে পরিণত হয়েছে যা Ethereum গ্রহণ করে। আপনি এখানে তাদের সম্পর্কে আরও জানতে পারেন https://slotogate.com/deposits-method/ethereum/| ২০১৬ তে শেষবার বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড দল। সেবার সফরকারীদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতেছিল টাইগাররা। দুই ম্যাচের সিরিজ ১-১ এ হয়েছিল ড্র। ছয় বছরের ব্যবধানে ফের বাংলাদেশ সফরে ইংলিশরা। এবার তারা স্বাগতিকদের বিপক্ষে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। নেই কোনো টেস্ট সিরিজ। সফরে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। তবে টাইগাররা গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে প্রস্তুতি নিয়েছে নিজেরা দুই দলে ভাগ হয়ে। ইংল্যান্ড দলের ক্রিকেটার ও কর্মকর্তারা ঢাকায় আসবে ভাগে ভাগে। গতকাল ম্যানেজারসহ দলের দুই সদস্য ঢাকা ঢাকায় পা রেখেছে। আজ আসার কথা দলের আরো ২৩ সদস্যের এমনটাই জানায় বিসিবি’র একটি সূত্র। বলার অপেক্ষা রাখে না এই সফরে আসলে কোচ হাথরুসিংহের চ্যালেঞ্জ নেবে ইংলিশরা। এই সিরিজ দিয়েই আবার বাংলাদেশে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে। সাড়ে পাঁচ বছর পর বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন এই লঙ্কান কোচ। হাথুরুসিংহের ২০১৪-২০১৭ সালের মেয়াদ কালকে পুরোপুরি ‘সোনালি অধ্যায়’ বলা যাবে না। কিন্তু তার তিন বছরের কোচিংকে নিশ্চিত করেই টাইগারদের ক্রিকেট ইতিহাসের সেরা হিসেবে বলা যায়। নতুন করে সাকিব, তামিম, মাহমুদুল্লাহ ও মুশফিকদের দায়িত্ব নিয়ে সাবেক টাইগার কোচ কতটা সাফল্য পাবেন, এ নিয়ে জোর আলোচনা ক্রিকেটাঙ্গনে। তার অন্তর্ভুক্তিতে যদিও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। অন্যদিকে ইংল্যান্ড সিরিজ নিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘যেহেতু অধিকাংশ খেলোয়াড়কে আমি দেখিনি, তাই এ সিরিজটি পর্যবেক্ষণ করতে চাই। নতুন অনেকে এসেছে। দেখি আমি কী করতে পারি তাদের নিয়ে। আশা করি তারা অনেক ভালো ক্রিকেট খেলবে। ভারতের বিপক্ষে সিরিজে ভালো করেছে। এই সিরিজেও সেটি ধরে রাখার চেষ্টা করবো। বাইরের দেশগুলোর বিপক্ষে আমরা ভালো করার চেষ্টা করব। আমাদের যা আছে, তাই নিয়েই তো চেষ্টা করতে হবে। আপনার যদি ক্ষেপণাস্ত্র না থাকে, তাহলে তো আপনাকে গেরিলা যুদ্ধ করতে হবে। তা ছাড়া তো যুদ্ধ করা সম্ভব নয়।’ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের দ্বৈরথ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচ হবে ১ ও ৩রা মার্চ। শেষ ম্যাচ হবে ৬ই মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ৯ মার্চ। এরপর ১২ ও ১৪ই মার্চ বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফের শেরেবাংলা স্টেডিয়ামে। গেল মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিবৃতিতে তারা জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরের সূচি চূড়ান্ত করেছে। সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণের সিরিজ খেলবে দুই দল। আগামী ১ থেকে ১৪ই মার্চের মধ্যে ম্যাচগুলো হবে ঢাকা ও চট্টগ্রামে। সবশেষ বাংলাদেশ সফরে হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। অন্যদিকে ২০১৪ এর নভেম্বর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ১৪ ওয়ানডে সিরিজ খেলে কেবল একটিতে হেরেছে বাংলাদেশ। সেটা ছিল ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের ওই সিরিজ। এই সময়ে টাইগাররা জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে। সব মিলিয়ে ৪৪ ওয়ানডে খেলে তারা জিতেছে ৩৫টিতে।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech