বিদেশি মদসহ আটক ২

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

বিদেশি মদসহ আটক ২

মনজু বিজয় চৌধুরী॥ কুলাউড়া থানার বিশেষ অভিযানে ১২ বোতল বিদেশি মদসহ ১। রাহুল কুর্মী(২৭) এবং ২। রাহুল অলমিক(২৫) নামে দুজনকে আটক করা হয়েছে।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, গতকাল (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া থানাধীন হাজীপুর ইউনিয়নের কুনিমোড়া বাজারস্থ ব্রাহ্মণবাজার টু শমশেরনগরগামী রোডের কুনিমোড়া ব্রিজের উপর থেকে দুজনকে আটক করেন। আটককৃত ব্যক্তিদ্বয়ের বাড়ি কমলগঞ্জ থানাধীন পাত্রখোলা চা বাগানে।

আটককৃত দুজনকে তল্লাশী করে তাদের কাছে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১২ বোতল Royal Green Deluxe Blended  Whisky  নামক ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য এনেছে মর্মে স্বীকার করে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

0Shares