ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশ আজকে যেভাবে চলছে মনে হচ্ছে অদৃশ্য কোন শক্তি এই দেশ চালায়, যেই দেশের প্রধান বিচারপতি দেশে দেশে ন্যায়বিচারের দাবীতে ঘুরছে, আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এমনকি ঘুম খুন সহ হেন কোন কাজ বাকী নেই যা এই দেশে হচ্ছে না। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশে সীমাহীন দূর্ভোগ জনগণের নেই কোন নিরাপত্তা, কেউ সমাজে অন্যায়ের প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখিয়ে পুলিশ দিয়ে কখনও হয়রানি করে না হয় আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে হামলা করে এমন আচরণ যেন তাদের নিত্যদিনের কাজ।

 

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি সংযুক্ত আরব-আমিরাত স্থানীয় সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি বলেন, লুটপাট করে দেশ যেন বিকিয়ে দিচ্ছে তারা। লন্ডনের বেগম পাড়া থেকে শুরু করে সব দেশেই তাদের কালো বাজারি পাগলা ঘোড়ার মত চলছে। গণতন্ত্র বাকস্বাধীনতা এ যেন সোনার হরিণ তার উপরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এ যেন মরার উপর খাড়ার ঘা।

 

 

উক্ত মতবিনিময় সভায় ইউএইর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এনাম চৌধুরী’র সভাপতিত্বে আবু রাসেল ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শারজাহ বিএনপির সিনিয়র সহ সভাপতি হানিফ খোকন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য এস এম মোদাচ্ছের শাহ, ফরিদ আহমেদ শাহিন, মোহাম্মদ সেলিম সন্দিপি শারজা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কিরন, মৌলভীবাজার জেলা জাসাসের সদস্য সচিব জসিম উদ্দিন, আনোয়ার হোসেন গোলাম মুস্তাফা,  শাহাদাৎ হোসেন, দিদার হোসেন, হাজী তসলিম, ফিরুজ মাহফুজ আলম প্রমুখ।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *