শ্রীমঙ্গলে সনাক ইয়েস ও এসিজি সমন্বয় সভা

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

শ্রীমঙ্গলে সনাক ইয়েস ও এসিজি সমন্বয় সভা

ডায়ালসিলেট ডেস্ক: ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে সনাক, ইয়েস ও এসিজি সমন্বয় সভা।
রোববার সকাল ১০ টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ অভিজাত টি ভ্যালী রেষ্টুরেন্টের কনফারেন্স হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য এর সভাপতিত্বে ও সদস্য মো. দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টিআইবি সিলেট ক্লাস্টার এর কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সনাকের সহসভাপতি এডভোকেট আলাউদ্দিন আহমেদ, কবিতা রাণী দাশ, সাবেক সভাপতি সৈয়দ নেসার আহমেদ, ইয়েস আহবায়ক জিডিশন প্রধান সুছিয়াং, সদস্য শাহ আরিফ আলী নাছিম ও সৈয়দ ছায়েদ আহমেদ প্রমুখ।
দিনব্যাপী সমন্বয় সভায় শ্রীমঙ্গল সনাকের বিগত বছরের অর্জন, চ্যালেঞ্জ এবং চলমান বছরের পরিকল্পনা ও করণীয় উপস্থাপন করেন সনাকের শ্রীমঙ্গল এরিয়া কোঅর্ডিনেটর পারভেজ কৈরী। সমন্বয় সভায় সনাকের বিভিন্ন উপকমিটির এসিজি সদস্য, ইয়েস সদস্য ও সনাক সদস্যগণ উপস্থিত ছিলেন।

0Shares