সাংবাদিক মাহমুদ হোসেনের বাবা কমর উদ্দিন আর নেই

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

সাংবাদিক মাহমুদ হোসেনের বাবা কমর উদ্দিন আর নেই
বিভিন্ন মহলের শোক

 

ডায়াল সিলেট ডেস্ক :: বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট ও দৈনিক শ্যামল সিলেটের চীফ ফটো সাংবাদিক, সিলেট জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদ হোসেনের বাবা হাফিজ মো. কমর উদ্দিন আর নেই।

 

রোববার ভোররাত ৩ টা ৫ মিনিটে সিলেট নগরের মেন্দিবাগ গার্ডেন টাওয়ারে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমের জানাযার নামাজ রোববার বেলা ২ টায় বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামে শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমের ছোট ছেলে মাহমুদ হোসেন এমনটি নিশ্চিত করেছেন।

 

এদিকে, মাহমুদ হোসেনের বাবার মৃত্যুর খবর শুনে ভোররাতে সতীর্থ সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, তার স্বজনরা বাসায় এসে উপস্থিত হন। তারা মরহুমের পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

সিলেট জেলা প্রেসক্লাব : সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলানিউজের সাংবাদিক মাহমুদ হোসেনের পিতা হাফেজ মো. কমর উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

 

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

তারা বলেন, ‘মরহুম হাফেজ মো. কমর উদ্দিন একজন সাদামনের মানুষ ছিলেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।’

 

জেলা আ.লীগের শোক : সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক শ্যামল সিলেট এর চীফ ফটোগ্রাফার, ছাত্রলীগের সাবেক নেতা মাহমুদ হোসেনের পিতা হাফিজ মো. কমর উদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 

রোববার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

এবি মিডিয়া গ্রুপ : সাংবাদিক মাহমুদ হোসেনের পিতা ও এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আজিমুর রহমান বুরহানের বড়ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন এবি মিডিয়া গ্রুপের পরিচালকবৃন্দ।

 

পৃথক শোকবার্তায় এবি মিডিয়া গ্রুপের ফাউন্ডার ও সিইও এবং আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, এবি মিডিয়া গ্রুপের এমডি এবং আমেরিকায় বাংলাদেশি ব্যবসায়ীদের মূলধারার সংগঠন এবিবিএ’র সভাপতি ও যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিক ফখরুল ইসলাম দেলোয়ার, এবি মিডিয়া গ্রুপের সিওও এবং বিয়ানীবাজার জার্নািলিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, এবি মিডিয়া গ্রুপের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, মাথিউরা চা বাগানের ব্যবস্থাপক মোসলেহ উদ্দিন খান, এবি মিডিয়া গ্রুপের পরিচালক ও বিয়ানীবাজার সমিতির সভাপতি মোস্তফা কামাল, এবি মিডিয়া গ্রুপের পরিচালক ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, এবি মিডিয়া গ্রুপের পরিচালক ও যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা এবং বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালু, এবি মিডিয়া গ্রুপের পরিচালক ও প্রকৌশলী মো. রহমান সায়েম, এবি মিডিয়া গ্রুপের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী ফাতেমা ব্রাদার্স গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা আলহাজ সামসুল ইসলাম, এবি মিডিয়া গ্রুপের পরিচালক ও যুক্তরাষ্ট্র বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি পেনসিলভেনিয়া ইনক এর সভাপতি মাশুকুল ইসলাম খান শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ