প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন ৫ জন। তবে এদের মধ্যে তিনজনই সরে দাঁড়িয়েছেন। এই তিনজন হলেন- মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে মনোনয়নপত্র জমা দেননি তারা।
এদের মধ্যে বদরুজ্জামান সেলিমকে দলের উচ্চপর্যায় থেকে চাপ দিয়ে প্রার্থিতা থেকে সরানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হওয়া ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশীদ চৌধুরী মনোনয়ন পত্র জমা দেননি।
এই চারজন ছাড়া বাকি প্রার্থীরা মঙ্গলবার বিকেলে মহানগর বিএনপির কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
প্রধান নির্বাচন কমিশনার এ টি এম ফয়েজ উদ্দিনের কাছে সভাপতি পদে মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী ও যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামিম, সাংগঠনিক সম্পাদক পদে ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সায়ীদ সাহেদ, বিএনপি নেতা মোস্তফা কামাল ফরহাদ, মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব মনোনয়নপত্র জমা দেন।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করে রাখা হয়েছে। এবারের নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডের ৭১ জন করে কমিটির প্রত্যেককে ভোটার রাখা হয়েছে। কাউন্সিল ১০ মার্চ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম ফয়েজ উদ্দিন।
বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সভাপতি পদে প্রার্থী হওয়ার পর থেকে বদরুজ্জামান সেলিমকে সরাতে নানা তৎপরতা শুরু হয়। স্থানীয় পর্যায়ে তো বটেই, এই পক্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও প্রভাবিত করার চেষ্টা চালান। সোমবার রাতে বদরুজ্জামান সেলিমের বাসায় যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, নগর বিএনপির আসন্ন কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী প্রমুখ।
ওই সময় সেলিমের বাসায় উপস্থিত থাকা একটি সূত্র জানায়, বিএনপি নেতারা তারেক রহমানের বার্তা পৌঁছে দেন বদরুজ্জামান সেলিমকে। সম্মেলন থেকে সরে দাঁড়াতে তারা তাকে অনুরোধ জানান। এরপর সম্মেলনে প্রার্থী হবেন না বলে জানিয়ে দেন সেলিম।
এ বিষয়ে বদরুজ্জামান সেলিম কোনো মন্তব্য করতে রাজি হননি।
সম্মেলনে সভাপতি প্রার্থী, নগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘বদরুজ্জামান সেলিম সম্মেলন থেকে সরে দাঁড়িয়ে আমাকে সমর্থন দিয়েছেন।’
মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, নির্বাচন কমিশনার, সিলেট জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম আশরাফ, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech