ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারে দৃষ্টিনন্দন এবং ঐতিহ্যের প্রতীক ‘লন্ডন ক্লক টাওয়ার’ ঘড়ি স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সোমবার জেলা প্রেসক্লাব প্রাঙ্গণের সামনে ‘লন্ডন ক্লক টাওয়ার’ এর উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান। এ অনুষ্ঠানের আয়োজনে ছিল মৌলভীবাজার পৌরসভা।

 

অনুষ্ঠানের শুরুতেই ফলক উন্মোচন ও পরে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আয়োজক সূত্রে জানা গেছে, লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকার উত্তরাংশের ক্লক টাওয়ারে অবস্থিত ঐতিহ্যবাহী বিগ বেন ঘড়িটির আদলে মৌলভীবাজারে এই লন্ডন ক্লক টাওয়ার তৈরি করা হয়েছে। স্থাপিত ওই ঘড়িটি রোমান সংখ্যায় সজ্জিত রয়েছে। পথচারীরা চারদিকে দিয়েই এ ঘড়ির ঘণ্টার কাটা দেখার সুযোগ পাবেন। ঘড়ির উপরে রয়েছে দিকনির্দেশক যন্ত্র।

 

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাহিদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদ চুন্নু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলভীবাজার ইউনিট এর সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, লন্ডন ক্লক টাওয়ার এর উদ্যোক্তা ইউকে প্রবাসী লিয়াকত আহমেদ, লন্ডন ক্লক টাওয়ার এর উদ্যোক্তা ইউকে প্রবাসী মো. জহির মিয়া।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *