প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৩
ডায়াল সিলেট রিপোর্ট :: মহান স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ। এ মাসেই সূচিত হয়েছিল বাঙালির মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর দরাজ কন্ঠে এসেছিল স্বাধীনতার ঘোষণা। বিভীষিকাময় মার্চে বীর বাঙালি দেশ মাতৃকার স্বাধীনতার তরে ঝাঁপিয়ে পড়েছিল। বাঙালির ইতিহাসের রক্তঝরা অধ্যায়জুড়ে থাকা অগ্নিঝরা মার্চ মাসকে প্রতিবারের মতো বরণ করে নিলো সিলেটবাসী।
বুধবার সকালে মার্চ মাসকে বরণে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা বের হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে কোর্টপয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদমিনারের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপিত শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ প্রমুখ।
শোভাযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
এদিকে মহান স্বাধীনতার মাসে পুলিশ মেমোরিয়াল ডে’র মাধ্যমে শহিদ পুলিশ সদস্যদের স্মরণ করা হয়েছে। সিলেট পুলিশ লাইন্সে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর শহিদদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এসএমপি ও জেলা পুলিশের কর্মকর্তারা অংশ নেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech