মৌলভীবাজারের ২২-২৩ অর্থবছরের ০৫ দিনব্যাপী “শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ”

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

মৌলভীবাজারের  ২২-২৩ অর্থবছরের ০৫ দিনব্যাপী “শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ”

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের বিসিক জেলা কার্যালয় আয়োজনে   ২০২২-২৩ অর্থবছরের ০৫ দিনব্যাপী “শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ” কোর্স (১ম ব্যাচ) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের ০৫ দিনব্যাপী “শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ” কোর্স (১ম ব্যাচ) এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠান শেষে ২১ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানসহ  সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

0Shares