সভায় ইসলামী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল প্রডাক্টসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ব্যাংকের শাখা প্রধান মুহাম্মদ আনসার উদ্দিন। তিনি ইসলামী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে আলেম-ওলামাদের সহযোগিতা কামনা করেন।
ডায়াল সিলেট ডেস্ক ॥ কুলাউড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে মসজিদের ইমাম, খতিব ও স্থানীয় আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ মার্চ শহরের উত্তর বাজারস্থ ব্যাংক প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।ব্যাংকের শাখা প্রধান মুহাম্মদ আনসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার মিশিগান ওলামা পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট আলেম মাওলানা আবদুস সালাম মুহাদ্দিস, উত্তর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুর রহমান ইমরান, গণকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী প্রমুখ।